চশমাপরা হনুমান
চোখের চারপাশে গোল সাদাটে দাগ থাকায় দূর থেকে মনে হয় যেন চশমা পরেছে । তাই এদের নাম চশমাপরা হনুমান Phayre’s Langur ।শরীর কালচে বাদামী , বুকের দিকটা সাদাটে । লেজ লম্বা । বাচ্চারা বাদামী হয় । । শরীরের দৈর্ঘ্য হয় সাধারণত ৫৫ থেকে ৬৫ সেমি., লেজের দৈর্ঘ্য হয় প্রায় ৬৫ থেকে ৮০ সেমি । আমাদের বাংলাদেশের পাহাড়ি বন গুলতে এদের বাস । তবে এরা বাশবন বেশী পছন্দ করে । চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের বন গুলতে কিছু মাত্র চশমাপরা হনুমান টিকে আছে । এরা সামাজিক প্রাণী , দলে থাকতে পছন্দ করে । ৩ থেকে ১৯ টি মিলে এদের দল হয়ে থাকে । এক দলে একাধিক স্ত্রী বা পুরুষ থাকে ।
চশমাপরা হনুমান মূলত উদ্ভিদ ভোজী । কচি পাতা , ফুল- ফল খায় । চশমাপরা হনুমান গাছবাসি , গাছে গাছেই জীবন পার করে দেয় । মাটিতে সহজে নামতে চায় না । বিপদের আশঙ্কা দেখলে চিৎকার করে দলের অন্যদের সাবধান করে দেয় ।
বাংলাদেশের প্রাইমেট প্রজাতির মধ্যে চশমাপরা হনুমান অতি মাত্রায় বিপন্ন ।দিন দিন আবাস ধ্বংসের ফলে আশ্রয়হীন হয়ে চশমাপরা হনুমান বিলুপ্তির দ্বারপ্রান্তে ।
লেখা – ঋজু আজম
ছবি - ইন্টারনেট
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment