পারা বানর
বাংলা নাম- পারা বানরইংরেজি নাম : Crab-eating macaque.
বৈজ্ঞানিক নাম : Macaca fascicularis
বাংলাদেশে বর্তমান অবস্থান : অতি বিপন্ন (CR)
মাঝারী গড়ন । দেহের চেয়ে লম্বা কালচে লেজ । হাল্কা-গোলাপি মুখের রং । পুরুষ পারা বানর স্ত্রী বানরের চেয়ে আকারে বড় । ওজন প্রায় ৩ থেকে ৮ কেজি । দলে থাকে । ২০ টি পর্যন্ত একেক দলের সদস্য হতে পারে । এরা বৃষ্টিঝরা বন, উপকূলীয় বা জোয়ারভাটার বন , নদী আছে এমন বনে থাকতে পছন্দ করে । ছোট বাচ্চার শরীরের লোম কালো হয় , তবে বয়সের সাথে সাথে ছাই বা ছাই ধূসর হয় ।
পাখি,পাখির ডিম, ব্যাঙ, টিকটিকি, পোকামাকড় , ফল, বীজ, কচি পাতা এর খাদ্য তালিকায় আছে । বাংলাদেশের কক্সবাজার , নাফ নদীর পাশের বনে এদের দেখা যায় ।
হুমকি- আবাস ধ্বংস ও ফলে খাদের অভাব ও মাংসের জন্য শিকার ।
লেখা – ঋজু আজম
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment