Animals Life in Bengali Description

আসামী বানর

No comments
বাংলা নাম- আসামী বানর
ইংরেজি নাম : Assamese macaque.
বৈজ্ঞানিক নাম : Macaca assamensis
বাংলাদেশে বর্তমান অবস্থান : অরক্ষিত (VU)

আকারে বড় , চৌক –ফ্যাঁকাসে রঙ্গা মুখ । লেজ মাঝারী । লোম বাদামী থেকে ধূসর বাদামী । ওজন প্রায় ১০থেকে ১৪ কেজি । আসামী বানর দলে থাকে । ১০ থেকে ৫০ টি পর্যন্ত একেক দলের সদস্য হতে পারে । আসামী বানর গভীর বনে থাকতে পছন্দ করে । এরা একসাথে চীৎকার করে মাটিতে নামে । তবে এরা দলে থাকে । একেকটি দলে ৫ থেকে ৬০ টা পর্যন্ত বানর থাকতে পারে ।
ফল, বীজ, কচি পাতা ও কাণ্ড সহ পোকামাকড় , এর খাদ্য তালিকায় আছে । আসামী বানর দিনে প্রায় ২ কিলোমিটার পর্যন্ত ঘুরেবেরায় ।
আসামী বানর বাংলাদেশের কক্সবাজার , চট্টগ্রাম মের পাহাড়ি বনে এদের দেখা যায় ।
হুমকি- আবাস ধ্বংস ফলে খাদের অভাব ও মাংসের জন্য শিকার ।

লেখা – ঋজু আজম

No comments :

Post a Comment