প্রাণী রাজ্য

Animals Life in Bengali Description

Showing posts with label প্লাটিপাস(Platypus). Show all posts
Showing posts with label প্লাটিপাস(Platypus). Show all posts

প্লাটিপাস

প্রাণীজগতের এক বিস্ময়কর প্রাণী হলো প্লাটিপাস বা হংসচঞ্চু। এই প্রাণীটিকে দেখলে মনে হবে বিভিন্ন প্রাণীর কাছ থেকে ধার করে অঙ্গ নিয়ে তাকে তৈরি করা হয়েছে। প্লাটিপাসের ঠোঁট এবং পায়ের পাতা দেখতে হাঁসের মতো, এদের শরীর অনেকটা ভোঁদড়ের মতো। অদ্ভুদ এই প্রাণীটি ডিম পাড়ে আবার বাচ্চারা মায়ের দুধ খায়। ১৭৯৮ সালে ইউরোপের বিজ্ঞানীরা এটিকে প্রথম আবিষ্কার করলে মানুষের মধ্যে হৈচৈ পড়ে যায়। তাসমেনিয়া এবং দক্ষিণ ও পূর্ব অস্ট্রেলিয়ায় এই প্রাণী বাস করে। প্লাটিপাসরা সাধারণত দিনের বেলায় ঘুমায় ও রাতে জলে সাঁতার কাটে। চ্যাপ্টা লেজ এবং পা বৈঠার মতো ব্যবহার করে এরা দ্রুত সাঁতার কাটতে পারে। পানির নিচেই এরা খাবার শিকার করে। ছোট ছোট পোকামাকড়, লার্ভা, সামুদ্রিক প্রাণী এদের খাবার তালিকায় রয়েছে। এদের দাঁত না থাকায় গালে কিছু নূড়ি পাথর জমা করে রাখে, যা এদের খাবার চিবাতে সাহায্য করে। নদীর ধারে এরা গর্ত করে বাসা বানিয়ে থাকে। ডিম পাড়ার আগে প্লাটিপাসরা নলখাগড়া দিয়ে বাসাটিকে আরো বড় বানায়। ১০ দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বের হয়ে থাকে। নতুন শাবকের জন্য মা দুগ্ধস্থান তৈরি করে। প্লাটিপাসের কোনো স্তনবৃন্ত না থাকলেও চামড়া ফুঁড়ে স্বল্প পরিমাণে দুধ বের হয়। ছোট্ট শাবকগুলো মায়ের চামড়ায় সৃষ্ট স্থান থেকে দুগ্ধ পান করে। ছয় সপ্তাহের মধ্যে শাবকগুলোর লোম জন্মে এবং অল্প জায়গায় চলাফেরা করে। চার মাস পর্যন্ত বাচ্চাগুলো মায়ের দুধ পান করে।