প্রাণী রাজ্য

Animals Life in Bengali Description

Showing posts with label বনরুই(Pangolin). Show all posts
Showing posts with label বনরুই(Pangolin). Show all posts

বনরুই

অদ্ভুদ দর্শন বর্মে আবৃত যে কটি বন্যপ্রাণী বাংলাদেশে আছে তার মধ্যে বর্ম ধারী বনরুই সেরা। রুই মাছের আঁশেরমত এরও শরীর বড় বড় আঁশে ঢাকা তাই এর নাম বনরুই (Pangolin) ।
উই-পিঁপাড়া ভুক এই প্রাণীটি রাতে খুব সক্রিয় । খাবারের সন্ধানে মাঝেমধ্যে দিনেও দেখা যায় ।জনন কাল ছাড়া বাকি জীবনটা একাই কাটিয়ে দেয় বনরুই । ঝোপঝাড়ের নিচে গাছের ফাঁকফোকরে এদের বসবাস । শিকারি প্রাণীর হাত থেকে নিজেকে রক্ষা করবার জন্য বনরুই নিজ শরীর গুটিয়ে বর্ম দারা আবৃত চাকতি বানিয়েফেলে ।
শান্ত-নিরিহ এই বনরুই আমাদের ক্ষতি নাকরলেও আমরা মানুষেরা বাসস্থান ধ্বংস করে তাদের করেছি আশ্রয়হীন । লোকজ ঔশুধ বানাবার ওজুহাতে তাদের করেছি বিপন্ন । অনেকেই হয়ত দেখে থাকবেন হাট -বাজারে কবিরাজ তার ঔশুধের পশরা সাজিয়ে বসেছে । মাছেরমত বড় বড় আঁশযুক্ত দু-এক খণ্ড চামড়া আছে হয়ত সেখানে । সেটিই বর্ম ধারী বনরুই এর করুণ পরিনতি !
ARKive video - Ground pangolin - overviewARKive video - Ground pangolin uncurling from defence position and walking
লেখা – ঋজু আজম