Showing posts with label রাকুন(Raccoon). Show all posts
Showing posts with label রাকুন(Raccoon). Show all posts
রাকুন
রাকুন প্রোসাইওলিভেই (Procyanidae)শ্রেণীর লোমাবৃত্ত স্তন্যপায়ী প্রাণী। উঁচু পাহাড় বাদ দিয়ে দক্ষিন কানাডা থেকে পানামা পর্যন্ত বিস্তৃত অঞ্চলে এদের বসবাস। সাধারণত যেখানে পানি ও ঘণ জঙ্গল আছে সেখানে রাকুনরা বসবাস করে। এরা হলুদ অথবা বাদামি বর্ণের ছোপ বিশিষ্ট ধূসর রঙের হয়ে থাকে। এদের ২৫ সে.মি. দীর্ঘ ঝাকরা লোমওয়ালা বাকানো লেজ থাকে। লেজটি গাঢ় বাদামী রঙের এবং চার থেকে ছয়টি হলুদ রঙের চুরির মত দাগযুক্ত হয়। চোখ ২টি ঘন কালো রঙের হয়। এদের শক্ত ও ধারালো নখযুক্ত থাবা হয়।
রাকুন নামটি এসেছে ভারতীয় Algonquin শব্দ আরাখুমেন(Arakhumen) থেকে। তবে বেশ আশ্চর্যের কথা হলো এরা কিছু খাবার আগে তা পানিতে ধুয়ে নেয়। আশেপাশে পানি না থাকলে এরা খাবার খায় না। প্রয়োজন না পড়লেও টাটকা ও পরিস্কার খাবার খাবার এরা ধুয়ে খায়।
রাকুন নামটি এসেছে ভারতীয় Algonquin শব্দ আরাখুমেন(Arakhumen) থেকে। তবে বেশ আশ্চর্যের কথা হলো এরা কিছু খাবার আগে তা পানিতে ধুয়ে নেয়। আশেপাশে পানি না থাকলে এরা খাবার খায় না। প্রয়োজন না পড়লেও টাটকা ও পরিস্কার খাবার খাবার এরা ধুয়ে খায়।
10:36 PM
রাকুন(Raccoon)
Subscribe to:
Posts
(
Atom
)