খাটোলেজি বানর
খাটোলেজি বানরের ইংরেজি নাম : Stump tail macaque. আর বৈজ্ঞানিক নাম : Macaca arctoides.
আকারে বড় , দেহ লম্বা মসৃণ লোমে ঢাকা। মুখ লালচে। লেজ খুব ছোট। ওজন
প্রায় ৯.৯ থেকে ১০.২ কেজি। খাটোলেজি বানর মাটিতে বা নদীর পারে একা চলতে
পছন্দ করে। তবে এরা দলে থাকে। একেকটি দলে ৫ থেকে ৬০ টা পর্যন্ত বানর
থাকতে পারে। অক্টোবর থেকে নভেম্বর এদের প্রজনন কাল।
ফল, বীজ, কচি পাতা ও কাণ্ড সহ পোকামাকড় , পাখি , পাখির ডিম খাটোলেজি বানর এর খাদ্য তালিকায় আছে। এরা জুম ফসল বা মানব বসতির কাছে জঙ্গলে থাকতে পছন্দ করে।
খাটোলেজি বানর বাংলাদেশের কক্সবাজার , চট্টগ্রাম মের পাহাড়ি বনে এদের দেখা যায়।
হুমকি- আবাস ধ্বংস ফলে খাদের অভাব ও মাংসের জন্য শিকার।
লেখা – ঋজু আজম
Related Posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment