Animals Life in Bengali Description

লজ্জাবতী বানর

No comments
লজ্জাবতী বানরের ইংরেজি: Slow Loris. আর বৈজ্ঞানিক নাম: Nycticebus bengalensis এর বাংলাদেশে বর্তমান অবস্থান সম্পর্কে কোন পরিসংখ্যান নেই। 
বাংলাদেশের বানরকুলে লজ্জাবতী বানর আকারে সবচেয়ে ছোট ২৬ থেকে ৩৮ সেমি, ওজন ১.৫ কেজি । লেজ খুব ছোট। হাত –পায়ে আঁকড়ে ধরার শক্তি বেস। চোখ দেহের তুলনায় বেস বড় বড় । ফল, কীটপতঙ্গ , পাখির ডিমও খায় । স্বভাবে লাজুক নিশাচর , বৃক্ষবাসী । নিজ এলাকা পেশাপ ছিটিয়ে সনাক্ত করে । বছরে একটি , কদাচিৎ দুটি বাচ্চাদেয় । বাচ্চা মা বা বাবার পেটের সাথে ঝুলে থাকে । লজ্জাবতী বানর ১৪ বছর পর্যন্ত বাঁচে । 

চির সবুজ থেকে মিশ্রবনে এদের বাস । বাংলাদেশের সিলেট , চিটাগাং পাহাড়ি বনে আছে ।
হুমকি: মিশ্রবন উজাড় করে বাণিজ্যিক একক গাছের চাষের ফলে বসতি ধ্বংস ও শিকার ।

লেখা- ঋজু আজম

No comments :

Post a Comment