Animals Life in Bengali Description

পিগমি জারবোয়া

No comments
বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র স্তন্যপায়ী প্রাণী পিগমি জারবোয়া। ইঁদুর শ্রেণীর এই ছোট্ট প্রাণীটির রয়েছে দারুণ একটি গুণ। এরা লাফাতে পারে প্রায় ৯ ফিট উচ্চতায়!

মরু অঞ্চলের এই চারপেয়ে প্রাণীটির লেজটা বেশ লম্বা। লাফানোর জন্য এরা বালু অঞ্চলকেই বেশি পছন্দ করে। অনেকটা ইঁদুরের মতো দেখতে জারবোয়া পাকিস্তান ও আফগানিস্তানে দেখা যায় বেশি। বিশ্বের অন্য কোনো স্থানে দেখা যায় খুবই কম।

অবাক হলেও সত্য এরা গড়ে মাত্র এক ইঞ্চি লম্বা হয়। আর  তাদের আকারের চেয়ে লম্বা লেজটি ব্যবহার করে শরীরের ভারসাম্য রক্ষা করতে।

No comments :

Post a Comment