বাঁশ ইঁদুর
ছোট ছোট পা নাদুস নুদুস শরীর , চলন ভারী তবুয় এর নাম দ্রুত বর্ধনশীল লম্বা চিকন বাঁশের সাথে মিলিয়ে রাখা “বাঁশ ইঁদুর”(Lesser Bamboo Rat)।
লালচে বাদামী দেহের নিচের দিকে সাদা । মাথা সহ দেহের মাপ ১৮ থেকে ২০ শি এম । গলা নাই বলেই চলে, মাথা ও কাঁধের সাথে মেলান। সামনের দাঁত মুখের বাহিরে বেরিয়ে থাকে। পায়ের নখ বড়। লেজ লোমশ মাঝারী আকারের।
বসবাসের জন্য বাঁশ ইঁদুর বাঁশ বন পছন্দ করে বলে এর নাম বাঁশ ইঁদুর। উঁচু পাহাড়ি বাঁশ বনে এদের দেখা যায়। ভোর ও বিকেলে বাঁশ ইঁদুর খাদ্যর সন্ধানে ঘোরাফেরা করে। এরা মাটির নিচে বহুকক্ষ বিশিষ্ট গর্তে বাস করে। বাঁশ ইঁদুরের চলাফেরা ধীরগতির। বাঁশের শেকড় , বাঁশের কুরী, ঘাস বাঁশ ইঁদুরের প্রধান খাদ্য। বর্ষার আর্দ্র দিনে বাঁশ ইঁদুরের প্রজনন হয়। ৬ থেকে ৭ সপ্তাহ গর্ভধারণের পর ১ থেকে ৫ টি পর্যন্ত বাচ্চা প্রসব করে বাঁশ ইঁদুর।
বাঁশ ইঁদুর বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি বাঁশ বনে বাস করে। বাংলাদেশে বাস ইঁদুরের কোন পরিসংখ্যান হয়নি তাই এদের সঠিক অবস্থান জানা যায়নি।
আবাস ধ্বংস ও মাংসের জন্য শিকারের ফলে বাংলাদেশের অন্যান্য বন্যপ্রাণীর মতো এরাও বিপন্ন।
লেখা – ঋজু আজম
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment