জায়ান্ট ইদুর
ব্রিটেনের ইস্ট মিডল্যান্ডের একটি কারখানায় দুটি জায়ান্ট ইঁদুর পাওয়া গেছে। পেস্ট কন্ট্রোল সংস্থা জানায়, জায়ান্ট ইঁদুর দুটির দৈর্ঘ্য দুই ফুট।সংস্থাটি জানায়, চার সপ্তাহের চেষ্টায় এদের ধরা হয়। সাধারণ বাদামি রঙের ইঁদুরের চেয়ে এ দুটি ইঁদুরের আকার দ্বিগুণ। আকার দেখে ধারণা করা হচ্ছে, তাদের প্রচুর পরিমাণে খাবার দেয়া হয়েছে। এতেই এরা অস্বাভাবিকভাবে বেড়ে উঠেছে। সান পত্রিকায় ৩০ ইঞ্চি লম্বা ইঁদুর মারা যাওয়ার খবর প্রকাশের পর ইঁদুরের সন্ধান চালানো হয়। পেস্ট কন্ট্রোল মুখপাত্র ম্যালকম প্যাডলে বলেন, আমার টেকনিশিয়ানরাও আশ্চর্য হয়েছেন তাদের আকার দেখে। কী খেয়ে ইঁদুর দুটি এত অস্বাভাবিক আকারের হলো? ধারণা করা হচ্ছে, এ দুটি ইঁদুর করপু প্রজাতির। অর্থাত্ দক্ষিণ আমেরিকার প্রাণী। এরা কচি ঘাস খেয়ে বাঁচে। তবে মাসমাল সোসাইটির প্রধান নির্বাহী বলেছেন, ইঁদুর দুটি দক্ষিণ আমেরিকার নয়। দক্ষিণ আমেরিকার রডেন্টের কমলা রঙের দাঁত নেই। তবে এ দুটি জায়ান্ট ইঁদুরের কমলা দাঁত আছে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment