টিটি বানর
সম্প্রতি ঘন ঝোপের মতোই একগুচ্ছ লাল দাড়িওয়ালা বানরের সন্ধান পেয়েছেন ফ্রান্সের বিজ্ঞানীরা। আমাজন রেইন ফরেস্টের কলাম্বিয়ান অংশে নতুন প্রজাতির এই বানরের খোঁজ পেয়েছেন তারা। খবর গুগল নিউজের।সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বিজ্ঞানীরা এই প্রজাতির বানরের নাম দিয়েছেন ক্যাকুয়েটা টিটি বানর।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই বানর অনেকটা বিড়াল আকৃতির। আর এই বানর আগ্রহ সৃষ্টি করার কারণ এর সঙ্গী পছন্দ করার বিচিত্র ধরণের জন্য। এই টিটি বানরকে দেখা যায় গাছের ডালে লেজ জাড়িয়ে বসে থাকতে।
জানা গেছে, এই প্রজাতির বানর প্রতি বছর একটি করে বাচ্চা জন্ম দেয়। আর বাচ্চার দেখাশোনা করে বাবা বানর। আর বিবর্তনের কারণেই বাবারা এই জাতীয় বানরের বাচ্চাদের দেখাশোনা করে বলেই গবেষকরা জানিয়েছেন। অবশ্য, ১৯৬০ সালে এক বিজ্ঞানী Callicebus caquetensis নামে এক প্রজাতির টিটি বানর আবিষ্কারের কথা জানিয়েছিলেন।
গবেষণার ফল প্রকাশিত হয়েছে ‘প্রাইমেট কনভারশেসন’ সাময়িকীতে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment