Animals Life in Bengali Description

কোরাল সাপ

No comments
পৃথিবীর সুন্দর সাপগুলির মধ্যে কোরাল সাপ অন্যতম। এরা দেখতে যেমন সুন্দর তেমনি এরা খুবই বিষাক্ত হয়ে থাকে। এদের বিষ এতই তীব্র যে পৃথিবীর ২য় বিষধর সাপ হল এরা। কোরাল সাপের বিষ কারো শরীরে অল্প পরিমান প্রবেশ করলেই তার মৃত্যু নিশ্চিত।
এদের বিষ নিউরোটক্সিক অর্থাৎ ব্রেইন ও স্নায়ুতন্ত্রকে নষ্ট করে দেয়। তাই দ্রুত তার শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গ যেমন ফুসফুস, হৃদপিণ্ড, চক্ষু, মস্তিস্ক অকেজো হয়ে আক্রান্ত ব্যাক্তি দ্রুত মারা যাবে। তবে কোরাল সাপের মানুষ কামড়ানোর তথ্য খুবই কম এবং নিহত হওয়ার তথ্য নাই বললেই চলে।

মাইন রানা

No comments :

Post a Comment