সবুজ ব্যাসিলিস্ক
সবুজ ব্যাসিলিস্ক গিরগিটি পা ও লেজ ব্যবহার করে অনায়েশে পানির উপর দিয়ে দৌড়ে অল্প দূরত্বের পথ অতিক্রম করতে পারে। এরা দক্ষ সাঁতারু, এমনকি প্রয়োজনে এক টানা ৩০ মিনিট পর্যন্ত পানির নিচে ডুবে থাকতে পারে ।
Green Basilisk বা সবুজ ব্যাসিলিস্ক গিরগিটি দেখতে পিঠের দিকে ছোট নীলাভ দাগের সঙ্গে উজ্জ্বল সবুজ। লেজে হলদে সবুজ ও কালচে বলয় আছে । মাথায় পিঠ ও লেজের গোরার দিকে পালের-মত বাড়তি অংশ আছে। সবুজ ব্যাসিলিস্ক আকারে দেহ ৩ ফুট পর্যন্ত হতে পারে। ওজন প্রায় ২০০ গ্রাম পর্যন্ত হতে পারে । এদের খাদ্য তালিকায় আছে পোকামাকড়, গিরগিটি, পাখি, সাপ, ফল ও ফুল।
পুরুষ সবুজ ব্যাসিলিস্ক গিরগিটি টেরাটরিয়াল হয়। একটি পুরুষ সবুজ ব্যাসিলিস্ক গিরগিটির অধীনে বেশকটি স্ত্রী সবুজ ব্যাসিলিস্ক থাকে। সবুজ ব্যাসিলিস্ক স্ত্রী গরম, স্যাঁতসেঁতে বালি বা মাটির মধ্যে একসাথে ৫ থেকে ১৫ টি পর্যন্ত ডিম দেয় । ৮ থেকে ১০ সপ্তাহ পরে ডিম ফুটে বাচ্চা বের হয় । সবুজ ব্যাসিলিস্ক বাচ্চারা জন্মের পর থেকেই স্বাধীন ভাবে জীবন যাপন করে।
এদের বাস মেক্সিকো থেকে ইকুয়েডর বনাঞ্চলে।
লেখা – ঋজু আজম
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment