পঙ্কিরাজ সাপ
আগের দিনে আমাদের গ্রাম-গঞ্জে সাপুড়িয়ার কাঁধে ঝুলত নানান আকারের বাক্স, বড় থেকে ছোট। ঝুলন ভারের সবার উপরের ছোট বাক্সে থাকতো লাউয়ের কচি ডগার মত সবুজ লিকলিকে এই লাউডগা সাপ Short-noscd vine snake। চলনে সামান্য ভিন্নতা থাকায় এর আরেকটি নাম পঙ্কিরাজ সাপ।
সাপ হলেও অন্য সাপদের থেকে এর চলার ধরন ও পথ একটু আলাদা। এরা এক স্থান থেকে অন্য স্থানে যাবার জন্য উঁচু গাছের ডাল বা স্থান থেকে লাফ-দেয় নির্দিষ্ট স্থানের উদ্দেশে। সে সময় দেহের দুইদিক চ্যাপ্টা করে রাখে ফলে তা বিমানের পাখার মত কাজ করে। বাতাসের উপর ভড়করে এই সাপ অনেক দূর পর্যন্ত যেতে পারে। তাই হয়ত আমরা অনেকে মনে করি এই সাপ উড়তে পারে।
এরা দেখতে লাউয়ের কচি ডগার মত সবুজ বা জলপাই সবুজ রঙের। সাথে কিছুটা হলদে ভাব আছে। লাউডগা সাপ আকারে ২০০ সেমি. পর্যন্ত হয়। এদের মাথা সূচালো। লাউডগা সাপ সাধারণত বনাঞ্চলে গাছে ঝোপঝাড়ে থাকে। এরা সবুজ পাতার সাথে সহজেই মিশেযেতে পারে। টিকটিকি , ব্যাঙ , ছোট পাখি লাউডগা সাপের খাবার। এরা ৪ থেকে ৬ বাচ্চা দিয়ে থাকে। বাচ্চারা উজ্জ্বল বাদামী হয়।
এরা বিষধর না। তার পরেও দেখা পেলেই এদের সবাই হত্যা করে। আবাসের অভাবে এরা আশ্রয়হীন । ফলে দিন দিন সবরকমের সাপ আজ বিপন্ন !
লেখা- ঋজু আজম
ছবি – ইন্টারনেট
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment