কাঠবিড়ালি
কাঠবিড়ালি ছোট কিন্তু খুব চঞ্চল প্রকৃতির প্রাণী। আমাদের বাংলাদেশে ৯ প্রজাতির কাঠবিড়ালি আছে ।
(1) Black Giant Squirrel (2) Particolored Flying Squirrel
(3) Hodgson’s Giant Flying
(4) Red Giant Flying Squirrel
(5) Pallas’s Squirrel
(6) Irrawaddy Squirrel
(7) Orange-bellied Himalayan Squirrel
(8) Three-striped Palm Squirrel
(9) Five-striped Palm Squirrel
এদের আচরণগত কারণে একেক জনের বাস একেক পরিবেশে। কেউ পাহারে কেউ সমতলে কেউ বাদাবনে । তবে এক সময় আমাদের বাংলাদেশের প্রায় সব জেলাতেই কাঠবিড়ালি ছিল । এখন তেমনটি নেই । অল্প কিছু জেলাতেই কাঠবিড়ালি তিকে আছে । আবাস ধ্বংস , মাংসের জন্য ও সখের শিকারের ফলে এরাও বাংলাদেশের অন্য সব বন্যপ্রাণীর মত বিপন্ন।
লেখা – ঋজু আজম
Subscribe to:
Post Comments
(
Atom
)
Nice
ReplyDelete