দিকলেঞ্জী
চোখ ও মুখমণ্ডল দেখতে অনেকটা বিড়ালের মতো। অবুঝ শিশুর মতোই তার চাহনি। শান্ত ও নিরীহ প্রকৃতির। লম্বা লেজ, শরীরের ধূসর রং, নাক ও ঠোঁট কিছুটা লাল রঙের, কানটি খাড়া এবং এদের রয়েছে ধারালো নখ।
এই প্রাণীকে স্থানীয়রা ‘দিকলেঞ্জী’ বলে ডাকে। এটি বিরল প্রজাতির একটি প্রাণী। শহুরে পরিবেশে কালেভদ্রে প্রাণীটির দেখা মেলে। আর গ্রামে-গঞ্জেও এখন সাধারণত দেখা যায়না।
এরা হাঁস, মুরগি, পাখির ছানা, ফলমুল খেয়ে থাকে। এরা সাধারণত রাতেই চলাফেরা করে থাকে।
ফেরদৌস আহমেদ
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment