Animals Life in Bengali Description

তালগাছি কাঠবিড়াল

No comments
নেপাল,পাকিস্তান, ভারত, ইরান ও বাংলাদেশে কাঠবিড়াল পাওয়া যায় বেশি। এদেরকেই বলে উত্তরাঞ্চলীয় তালগাছি কাঠবিড়াল (Northern Palm Squirrel)। হিমালয়ের প্রাণীরাজ্যে কাঠবিড়ালেরও একটি উপরাজ্য রয়েছে। এই তালগাছি কাঠবিড়ালের বৈজ্ঞানিক নাম Funambulus pennantii। এদের লেজ এদের শরীরের চেয়ে বড়। হালকা ধূসর লোমে ঢাকা শরীরের মাথা থেকে লেজের আগা পর্যন্ত ৫টি কালো পোঁচ আছে, তাই এদের পাঁচ-পোঁচ দেয়া তালগাছি কাঠবিড়ালও বলা হয়। মুখটা ইঁদুরের মতো দেখতে।

No comments :

Post a Comment