Animals Life in Bengali Description

উড়ন্ত শৃগাল

No comments
বাদুরের একটি প্রজাতির নাম ভারতীয় উড়ন্ত শৃগাল (Indian Flying-fox), বৈজ্ঞানিক নাম Pteropus giganteus। ভারতীয় হলেও বাংলাদেশ, চীন, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকায়ও এই বাদুর রয়েছে। মুখটা দেখতে চতুর শিয়ালের মতো বলেই এমন নাম। বৃহত্তর ভারতের বনবাদাড়ে এরা দলবেঁধে বসবাস করে। গাছের ফলই এদের প্রধান খাদ্য। এদের বিশেষত্ব এদের দীর্ঘ ডানা, দুটি মিলে ৪ থেকে ৫ ফুট লম্বা হয়। পানিশূন্য এলাকায় এরা থাকে না এবং সাঁতাদের খুবই দক্ষ।

No comments :

Post a Comment