তিব্বতীয় ষাঁড়
বৈজ্ঞানিক নাম Bos grunniens । এই বন্য ষাঁড় (Yak, তিব্বতী শব্দ) দক্ষিণ-মধ্য এশিয়ার হিমালয়, তিব্বত ও মঙ্গোলিয়ার উত্তর অঞ্চলে বেশি দেখা যায়। গৃহপালিত পশু হিসাবে তিব্বতীয় ষাঁড় বেশ জনপ্রিয়। একটি পুরুষ ষাঁড় ৩ থেকে ৩.৪ মিটার লম্বা হয়। উচ্চতা : ২ থেকে ২.২ মিটার এবং গড় ওজন : আড়াই মণ। তিব্বতীয় ষাঁড় কালো, ধূসর কিংবা সাদা রঙের হতে পারে। শিং বিশিষ্ট এই ষাঁড়ের গড় আয়ু ২০ বছর।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment