গোরাল
গোরাল দেখতে কিছুটা হরিণ-কিছুটা ছাগলের মতো। মাথায় চোখা শিং রয়েছে। বৈজ্ঞানিক নাম Naemorhedus। গোরাল শব্দটি এসেছে হিমালয়ের স্থানীয় ভাষা থেকে। গোরালের (Goral) উচ্চতা ৯৫ থেকে ১শ ৩০ সেন্টিমিটার এবং ওজন ৩৫ থেকে ৪২ কেজি হয়ে থাকে। এদের গায়ের রঙ ধূসর কিংবা ধূসর-বাদামি, কণ্ঠের দিকে সাদা পোচ। আইইউসিএন (International Union for the Conservation of Nature and Natural Resources) গোরালকে বিপন্ন প্রাণী হিসাবে চিহ্নিত করেছেRelated Posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment