Animals Life in Bengali Description

টাকিন

No comments
টাকিন দেখতে অনেকটা আমাদের দেশের রামছাগলের মতো। যদিও গঠনের দিক থেকে টাকিনের (Takin) সাথে ভেড়ার মিল বেশি। টাকিন একটি হিমালয়ী শব্দ। পূর্ব হিমালয় অঞ্চলে টাকিন বেশি দেখা যায়। পৃথিবীতে মোট ৪ প্রজাতির টাকিন পাওয়া যায়। হিমালয়ের টাকিনের বৈজ্ঞানিক নাম Budorcas taxicolor। টাকিন ১শ থেকে ১শ ৩০ সেন্টিমিটার লম্বা হয়, গড় ওজন : সাড়ে ৬শ কেজি। পুরো শরীর ঘন সোনালি লোমে ঢাকা থাকে, মুখটা লম্বা এবং মাথায় মুকুটের মতো শোভা পায় দুটি মজবুত শিং।

No comments :

Post a Comment