রিস্যাস বানর
নাম শুনে অচেনা লাগলেও, এই প্রজাতির বানর আমাদের সবার কাছে সুপরিচিত। পুরান ঢাকার বাড়িগুলোর ছাদে আগে এই বানর দেখা যেত এখন দেখা যায় না। সেই বাদামি রঙের শরীরের গোলাপিমুখো বানরের নামই রিস্যাস বানর (Rhesus Macaque)। গ্রিকপুরাণের এক রাজার নাম রিস্যাস, সেই রাজার নামেই এই বানরের নামকরণ, কেন? তা জানা যায়নি। গড়ে এরা ৫৩ সেন্টিমিটার লম্বা হয়, গড় ওজন : ৭.৭ কিলোগ্রাম। এদের গড় আয়ু ২৫ বছর এবং লেজের দৈর্ঘ্য সর্বোচ্চ ২৩ সেন্টিমিটার। ভারত, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, আফগানিস্তান ও চীনে রিস্যাস বানর বেশি দেখা যায়। বৈজ্ঞানিক নাম Macaca mulatta।Related Posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment