কুকরি সাপ
নেপালের এক ধরণে ছোট ছুরির নাম কুকরি। হিমালয়ের একটি বিশেষ সাপের নাম কুকরি। কুকরির মতো ধারালো দাঁত আছে বলেই এই সাপের নাম কুকরি (Kukri)। কয়েকটি প্রজাতির কুকরি পাওয়া যায়, হিমালযের কুকরির বৈজ্ঞানিক নাম Oligodon nikhili। এরা লম্বায় ৩৫ ইঞ্চি পর্যন্ত হয়। পাখি ও অন্যান্য সরিসৃপের ডিম এদেও প্রধান খাদ্য। বিভিন্ন রঙের কুকরি দেখা যায়। এদের গায়ে ডোরাকাটা দাগ থাকে। এরা লোকালয় থেকে দূরে ঘন বনে বাস করে।Related Posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment