Animals Life in Bengali Description

মুখোশওয়ালা হরিণ

No comments
বাদামি, হলদে ও কালো রঙের সমন্বয়ে এই প্রজাতির হরিণের গায়ের রঙ। এরা লম্বায় ৮৬ থেকে ১শ সেন্টিমিটার, উচ্চতা : ৫১ থেকে ৫৩ সেন্টিমিটার, ওজন : ১১ থেকে ১৮ কেজি এবং লেজের দৈর্ঘ্য হয় ৪ থেকে ৬ সেন্টিমিটার। এরা হিমালয়ী মুশোশওয়াল হরিণ নামেও পরিচিত। এদের কণ্ঠ থেকে থুতনি পর্যন্ত হলুদাভ পোচ আছে বলে এদেরকে মুখোশওয়ালা হরিণ (Musk deer) বলা হয়। এদের কোনও শিং নেই। তিব্বতের বরফঢাকা পাহাড়ি অঞ্চলে এদের বেশি দেখা যায়। বৈজ্ঞানিক নাম Moschus leucogaster।

No comments :

Post a Comment