Animals Life in Bengali Description

কালো ভালুক

No comments
এশীয় কালো ভালুক হিমালয়ের বনাঞ্চলেও পাওয়া যায়। ভালুকের সবগুলো প্রজাতির মধ্যে কালো ভালুক (Black bear) মধ্যম আকারের। এরা চন্দ্র-ভালুক ও সাদা বুকের ভালুক নামেও সুখ্যাত। বৈজ্ঞানিক নাম Ursus thibetanus । দক্ষিণ এশিয়া, কোরিয়া, চীনের উত্তরাঞ্চল, পূর্ব রাশিয়া ও জাপানের কিছু অংশেও এই ভালুকের দেখা যায়। মন খারাপ হওয়া তথ্য হলো, পৃথিবী থেকে দিন দিন এই ভালুকের সংখ্যা কমে যাচ্ছে। কালো ভালুক বদমেজাজি, কোনও প্রকার পূর্বাভাস ছাড়াই হঠাৎ আক্রমণ করে বসে। ভালুকবিদ রুডিয়ার্ড কিপলিং বলেছেন, ‘ভালুক প্রজাতির মধ্যে কালো ভালুক বড়ই অদ্ভূত প্রাণী।’ কিপলিংই প্রথম কালো ভালুক নিয়ে গবেষণা করেন।

No comments :

Post a Comment