মুখোশপরা তালগাছি গন্ধগোকুলা
বেজির মতো দেখতে এক ধরণের প্রাণী। কিন্তু মুখোশপরা তালগাছি গন্ধগোকুলার (Masked Palm Civet) গায়ে ছোপ ছোপ দাগ আছে। ‘হিমালয়ের তালগাছি গন্ধগোকুলা’ নামেও এই ধরনের গন্ধগোকুলা পরিচিত। বৈজ্ঞানিক নাম Paguma larvata। ভারতীয় উপমহাদেশ ও দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে এরা বিস্তৃত। এদের গায়ের রঙ কমলা-বাদামি ও ধূসর। মুখটায় সাদা-কালো জেব্রা পোঁচ আছে, যেন মুখোশ পরা। এরা ২০ থেকে ২৮ ইঞ্চি লম্বা, সাথে আছে ২০ থেকে ২৫ ইঞ্চি লম্বা লেজ। ওজন : সাড়ে ৩ থেকে ৬ কেজি।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment