সাদা চিতা
বৈজ্ঞানিক নাম Uncia uncia। হিমালয় অঞ্চলের প্রাণীসম্পদের বিশিষ্ট শিরোমণি। মধ্য ও দক্ষিণ এশিয়ার পাহাড়ি অঞ্চলে এই ধরণের সাদা চিতাবাঘ (Snow leopard) বেশি দেখা যায়। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার-সাড়ে ৫ হাজার ফুট উঁচু পাহাড়ি অঞ্চলে এদের ঘরবসতি। হিমালয় সাদা বাঘের নিরাপদ আশ্রয়। অন্য চিতাবাঘের মতোই এদের শরীর, রঙটাই আলাদা, এদের সাদা লোমে কালো কালো গোল ছোপ। এরা লুকিয়ে থাকতে বেশি পছন্দ করে, তাই এদের নির্দিষ্ট সংখ্যা পাওয়া মুশকিল, অনুমান করা হয় বর্তমানে পুরো পৃথিবীতে প্রায় সাড়ে ৩ হাজার থেকে ৭ হাজার সাদা চিতা রয়েছে।Related Posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment