অজগর
পৃথিবীর সবচেয়ে বড় সাপের খেতাব দক্ষিণ আমেরিকার জঙ্গলের অ্যানাকোন্ডার দখলে হলেও এশিয়ার সবচেয়ে বড় সাপ অজগর। অজগরের দুটি প্রজাতির দেখা পাবেন এ দেশে। একটি ময়াল বা রক পাইথন, অপরটি গোলবাহার। একেকটা অজগর লম্বায় ১৫-১৬ ফুট। ৩০ ফুট বা তারও বেশি লম্বা অজগরও পাওয়া গেছে। বন্য প্রাণী পানি খেতে আসে এমন জলা বা ছড়ার ধারে লুকিয়ে থাকে এরা। কোনো প্রাণীকে বাগে পেলেই পেঁচিয়ে ধরে দম বন্ধ করে মেরে ফেলে। তারপর গোটা দেহটা গিলে ফেলে। এরা বিষহীন আদিম সাপ।
জল-স্থল দুই জায়গাতেই এদের অবাধ বিচরণ। এরা থাকতে ভালোবাসে স্যাঁতসেঁতে জায়গা এবং জলাভূমির ধারে। গাছ বাওয়া আর লেজ দিয়ে গাছ আঁকড়ে ঝুলে থাকাও ভারি পছন্দ। স্তন্যপায়ী, সরীসৃপ, পাখি_কোনো কিছুতেই অরুচি নেই। তবে ইঁদুর, ভেড়া, ছাগল, হরিণ, শূকর প্রভৃতি স্তন্যপায়ী প্রাণী হলে ভোজটা জমে বেশি। একসময় বাংলাদেশের প্রায় সব জায়গায় পাওয়া গেলেও এরা এখন টিকে আছে সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম, সিলেট এবং মধুপুরসহ আরো কিছু বনে।
Related Posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment