যোদ্ধা ডাইনোসর
মাথার ওপর একই সঙ্গে বল্লম আর ঢাল। দেখলে মনে হয়, না জানি কত বড় যোদ্ধা! অবশ্য এই যোদ্ধার অস্তিত্ব এখন আর নেই। আজ থেকে কমপক্ষে সাড়ে সাত কোটি বছর আগেই পৃথিবী ছেড়েছে এরা। এক ধরনের ডাইনোসর; নাম স্টাইরাকোসরাস। এখন যেখানে কানাডার আলবার্টা, এককালে সেখানেই চরে বেড়াত তারা। দেখতে বদরাগী হলেও বাস্তবে ওরা তেমন ছিল না। মাছ-মাংস খেত না। সম্পূর্ণ নিরামিষা ভোগী। ঘাড়ের ওপর যে ঢাল-বল্লম দেখছ, সেগুলো যুদ্ধ করার চেয়ে দূর থেকে আপন গোত্রের ডাইনোসরদের চেনার কাজেই বেশি লাগত। তবে ডাইনোসর হামলা থেকে নিজেদের বাঁচাতেও এগুলো কাজে লাগাত। মাত্র অল্প কিছুদিন আগে বিজ্ঞানীরা বিলুপ্ত এ প্রাণিটি সম্পর্কে জানতে পেরেছেন অনেক কিছু।Related Posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment