ডাইনোসার
প্রাচীনকালে বা প্রাগৈতিহাসিক যুগে পৃথিবীতে বিভিন্ন প্রকারের ডাইনোসারের বিচরণ ক্ষেত্র ছিল। কালক্রমে জলবায়ুর পরিবর্তন, খাদ্যভাব প্রভৃতি কারণে নিজেকে খাপ খাওয়াতে না পেরে এ সকল ডাইনোসারের মৃত্যু ঘটে এবং আস্তে আস্তে পৃথিবী থেকে বিলীন হয়ে যায়। কিন্তু রেখে যায় তাদের কংকাল বা জীবাশ্ম। পরবর্তীতে বিবর্তনবাদের জনক ডারউইন ও অন্যান্য নৃতত্ববিদগণ এ সকল কংকাল ও জীবাশ্ম পর্যালোচনা করে নতুন ইতিহাস লেখেন ও ব্যাখ্যা দেন।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment