Animals Life in Bengali Description

কোহুইলাসেরাটপস ম্যাগনাকুয়েরনা

No comments
মার্কিন জীবাশ্মবিদদের একটি দল নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান পেয়েছে। এটি প্রায় ৬ ফুট লম্বা এবং ওজন অন্তত সাড়ে চার টন। এর রয়েছে দুটি লম্বা শিং। বয়স ৭ কোটি ২০ লাখ বছর। এর নামকরণ করা হয়েছে কোহুইলাসেরাটপস ম্যাগনাকুয়েরনা। শিং দুটি চোখের একটু উপরেই। উচ্চতা অন্তত ৪ ফুট (১.২২ মিটার)। যে কোনো প্রজাতির প্রাণীর তুলনায় এই ডাইনোসরের শিংয়ের উচ্চতা বেশি। ফলে বিষয়টি ভাবিয়ে তুলছে গবেষকদের। তারা ভাবছেন, নতুন পাওয়া এই তথ্য পশ্চিম-উত্তর আমেরিকার ইতিহাসে বড় সংযোজন হবে, যা ছিল আগে অজানা। মেক্সিকোর কোহুইলায় সেরো ডেল পাবলো এলাকায় বিজ্ঞানীরা একটি প্রাপ্তবয়স্ক এবং একটি কমবয়সী ডাইনোসরের সন্ধান পেয়েছেন। আকার প্রায় গণ্ডারের মতো। প্রাপ্তবয়স্ক ডাইনোসরটির দৈর্ঘ্য ২২ ফুট (৬.৭ মিটার) এবং উচ্চতা ৬ থেকে ৭ ফুট।
গবেষক দলের প্রধান মার্ক লোওয়েন বলেছেন, মেক্সিকোর ডাইনোসর সম্পর্কে আমরা খুব কমই জানি। এখন এই আবিষ্কার আমাদের এখানকার ডাইনোসর সম্পর্কে নতুন করে ভাবতে উত্সাহিত করবে। মার্ক লোওয়েন উতাহ মিউজিয়াম অব নেচারাল হিস্ট্রির জীবাশ্ম বিজ্ঞানী হিসেবে কর্মরত রয়েছেন। তাদের অনুসন্ধান সম্পর্কে বিস্তারিত একটি বই আকারে প্রকাশ করা হবে। তাদের গবেষণায় তহবিল জোগান দিচ্ছে ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি এবং উতাহ বিশ্ববিদ্যালয়।

No comments :

Post a Comment