চিতাবাঘ
বিড়াল গোত্রের এ প্রাণীটির লেজসহ গড় দৈর্ঘ্য ১৯৫ সেমি। ওজন ১৫-২৩ কেজি। নিশাচর আর বৃক্ষচর স্বভাবের কারণে চিতাদের দেখা পাওয়া খুব কঠিন। পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামের চন্দনাইশসহ কিছু দুর্গম অরণ্যে এখনো এরা আছে।
চিতাবাঘ (Panthera pardus) হল চারটি বর্তমান বাঘ জাতীয় "বড় বিড়াল" (প্যান্থেরা গণের সদস্য) গুলির একটি, অন্য তিনটি হল বাঘ, সিংহ ও জাগুয়ার। চিতাবাঘ চিতা ও জাগুয়ারের মত গায়ে ছাপওয়ালা। তবে চিতাবাঘ এদের থেকে আকারে বেশ ছোট। চিতাবাঘ ভারত, চীন, মালয়েশিয়া ও সাব-সাহারীয় আফ্রিকায় দেখা যায়।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment