Animals Life in Bengali Description

ফুলেশ্বরী চিতা

No comments
ফুলেশ্বরী চিতা (Acinonyx jubatus) ফেলিডি পরিবারের অন্তর্ভুক্ত একটি স্তন্যপায়ী প্রাণী। এটি অ্যাসিনোনিক্স গোত্রের অন্তর্ভুক্ত। চিতা পৃথিবীর দ্রুততম স্থল প্রাণী।চিতা ঘন্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে দৌড়াতে পারে। আর মজার ব্যাপার হচ্ছে, চিতা দ্রুতগামী প্রাণী হলেও তার গতি বেশিক্ষণ থাকে না। ৫০০ মিটার দূরত্বে মাত্র ১৫ সেকেন্ট সে সর্বোচ্চ গতি ধরে রাখতে পারে। তাই এ সময়ের মধ্যে সে শিকার ধরতে না পারলে শিকার ছাড়াই ফিরে আসে।এরা বিগ ক্যাট পরিবারের সদস্য।
চিতা(Cheetah) বাঘের মতো গর্জন করতে পারে না। বরং এরা বিড়ালের মতোই মিউ মিউ করে ডাকে।বিড়ালের মতোই চিতার পায়ে নখর আছে। কিন্তু চিতার নখর বিড়ালের মতো পুরোটা গুটিয়ে নিতে পারে না। আর এটাই তাকে শিকারের সময় দৌড়ে সুবিধা দেয়। নখের কারণেই দৌড়ানোর সময় সে পিছলে পড়ে না।
চিতা (common leopard) বা বনবিড়ালের বৈশিষ্টগুলো হচ্ছে_
১. এর সারা শরীরে কালো কালো ছোপ থাকে
২. চোখের পাশ দিয়ে সাদা রেখা টানা থাকে।
৩. আলোর প্রতিফলনে শরীরের রং অনেক সময় সাদা দেখায়।
৪. ওজন ১০০কেজি মতন।
৫. এরা গাছে উঠতে পারে

No comments :

Post a Comment