Animals Life in Bengali Description

সোনা ব্যাঙ

No comments
সোনা (কোলা) ব্যাঙ আর্দ্র জায়গায় বা জলে বেশী থাকে। একে ইরেজীতে Golden toad, Monteverde golden toad, the Monte Verde toad, Alajuela toad, orange toad ইত্যাদি নানা নামে ডাকা হয় আর বৈজ্ঞানিক নাম Bufo periglenes বা Rana tigrina।
এরা লাল পিঁপড়া, কালো পিঁপড়া, মশা, মাছি ও নানা রকম পোকা মাকর খেয়ে বেচে থাকে। জীবনের প্রথম পর্যায়ে পানিতে ও পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে বসবাস করে। দেহ ত্বক সাধারণত আইশবিহীন, মসৃণ ও গ্রন্থসমৃদ্ধ। পনিতে ফুলকার সাহায্যে ও স্থলে ফুসফুসের সাহায্যে শ্বসন চালায়। চামড়া সিক্ত ও অনাবৃত। পা ২ জোড়া, অগ্রপদে ৪টি ও পশ্পাদপদে ৫ নখরহীন আঙ্গুলযুক্ত থাকে।এরা বহ্যিক নিষেক ক্রিয়ার মাধ্যমে প্রজনন ঘটিয়ে ডিম পারে। লার্ভা দশা থেকে রূপান্তরের মাধ্যমে পরিপূর্ণ রূপ নেয়।

No comments :

Post a Comment