Animals Life in Bengali Description

কুনো ব্যাঙ

No comments
কুনো ব্যাঙ শুকনো বা স্যাঁতসেঁতে জায়গায় বেশী থাকে। প্রধাণত সুন্দরবনে এদের বেশী দেখা যায়। এরা লাল পিঁপড়া, কালো পিঁপড়া, মশা, মাছি ও নানা রকম পোকা মাকর খেয়ে বেচে থাকে। একে ইরেজীতে Toad বলে আর বৈজ্ঞানিক নাম Bufo melanostictus
জীবনের প্রথম পর্যায়ে পানিতে ও পূর্ণাঙ্গ অবস্থায় স্থলে বসবাস করে। দেহ ত্বক সাধারণত আইশবিহীন, মসৃণ ও গ্রন্থসমৃদ্ধ। পনিতে ফুলকার সাহায্যে ও স্থলে ফুসফুসের সাহায্যে শ্বসন চালায়। চামড়া সিক্ত ও অনাবৃত। পা ২ জোড়া, অগ্রপদে ৪টি ও পশ্পাদপদে ৫ নখরহীন আঙ্গুলযুক্ত থাকে।
এরা বহ্যিক নিষেক ক্রিয়ার মাধ্যমে প্রজনন ঘটিয়ে ডিম পারে। লার্ভা দশা থেকে রূপান্তরের মাধ্যমে পরিপূর্ণ রূপ নেয়।

No comments :

Post a Comment