নরকের শয়তান ব্যাঙ
৭৫ টুকরো জীবাস্মকে একবছর ধরে জোড়া দিয়ে লন্ডন বিশ্ববিদ্যালয় কলেজের ব্যাঙের বিশেষজ্ঞ সুজান ইভানস ২০০৭ সালে এই ব্যাঙের ফসিলের সন্ধান পান। তার ভাষ্যমতে এই ব্যাঙের ফসিলের বয়স ৭০ মিলিয়ন বছর। যা আকারে বিচ বলের সমান, ১৬ ইঞ্চি( ৪১ সে.মি.) উচু এবং ৪.৫ কি.গ্রা. (১০ পাউন্ড) ওজনের। এরা ছিল পৃথিবীর সবচেয়ে বড় ব্যাঙ।
এই ব্যাঙের কয়েকটি নাম আছে ইংরেজীতে Beelzebufo, Devil Frog, Devil Toad, The Frog From Hell আর বৈজ্ঞানিক নাম Beelzebufo ampinga। ধারনা করা হয় মাদাগাস্কার ছিল এদের আবাসভূমি।
এরা খুবই আক্রমণাত্মকম, চোয়াল বড় ও শক্ত যাতে শিকার সহজে ধরা যায় ও কাবু করা যায়।
Related Posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment