Animals Life in Bengali Description

সাঁতারু ডাইনোসর

No comments
Swimming dinosaurs বা সাঁতারু ডাইনোসরদের মধ্যে পাখীর প্রাথমিক কিছু বৈশিষ্ট্য রয়েছে। মনে করা হয় পাখি যে প্রজাতি থেকে বিবর্তিত হয়েছে এরাও সেই একই প্রজাতির অংশ। দানবীয় মাংসাশী ডাইনোসর টি-রেক্স (টাইরানোসরাস রেক্স) থেকে এদের বৈশিষ্ট্য একেবারে অন্যরকম।
বিজ্ঞানীরা ওয়াইওমিং (Wyoming) এ নতুন ধরণের ডাইনোসরের পায়ের ছাপ আবিষ্কার করেছে। ধারণা করা হচ্ছে প্রায় ১৬ কোটি ৫০ লক্ষ বৎসর আগে এরা নদী বা সাগরে সাঁতার কেটে বেড়াত আর বেশিরভাগ সময় মাছ খেয়ে জীবনধারণ করত।তবে মাংসও খেতো।
এদের উচ্চতা ৬ ফুট ছিল। বর্তমানকালের উটপাখির সমান।

No comments :

Post a Comment