পোসাম
এই প্রাণীটার নাম ‘পোসাম’। এটি ‘প্লেইং ডেড’, মানে ভয় পেলে মরার ভান করার জন্য বিখ্যাত। কিন্তু পোসাম আসলে সবসময় ইচ্ছা করে মরার ভান করে করে না। অতিরিক্ত ভয় পেলে এই প্রাণীটি অচেতন হয়ে পড়ে এবং এক নাগাড়ে কয়েক ঘন্টা পর্যন্ত অচেতন থাকতে পারে। এতে করে কুকুর, গাধা বা শেয়ালের মতো শিকারি প্রাণীরা তাকে মৃত ভেবে ছেড়ে দেয়। ভয় পেলে পোসামের শরীর থেকে মৃত প্রাণীর লাশের মতো এক ধরণের গন্ধ বের হয়, যা তাদের ‘প্লেইং ডেড’ কে আরও বিশ্বাসযোগ্য করে তোলে।
No similar posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment