আফ্রিকান কেপ কুকুর
ওয়াইল্ড ডগ বা আফ্রিকান কেপ ডগ। সম্পূর্ণ আফ্রিকাতেই দেখা যায় তবে হীরার দেশ বোতসোয়ানায় এদের সমাগম বেশী। প্রথম কেউ দেখলে এদের হায়েনা ভেবেও ভুল করতে পারে।
এদের শিকার করার ধরণ মূলত ভয়ংকর। চিতা, সিংহসহ ওয়াইল্ড ক্যাটস গোত্রের প্রাণী প্রথমে শিকারের গলা কামড়ে মৃত্যু নিশ্চিত করে তারপর মাংস খুবলে খায়। এবং হায়েনা শিকারীর কাছ থেকে শিকার ছিনিয়ে নিয়ে খায়।
তবে ওয়াইল্ড ডগ সম্পূর্ণ ব্যাতিক্রম। এরা দলবেঁধে শিকারের পিছু নিয়ে শিকারকে দলছুট করে। তারপর চারপাশ থেকে দলবদ্ধ ভাবে কামড় বসাতে থাকে। যতক্ষণ শিকার ঘায়েল না হয় ততক্ষণ তারা এভাবেই হামলা চালাতে থাকে। অনেক সময় জীবিত শিকারের শরীর থেকে তারা মাংস খুবলে খুবলে খায়।
Related Posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment