পিনোক্কিও ব্যাঙ
ফোজা পাহাড়ে স্থাপন করা তাঁবুর রান্নাঘরে পিনোক্কিও ব্যাঙটি প্রথমবারের মতো চোখে পড়ে গবেষকদের। অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব অ্যাডেলেইডের সরীসৃপ বিদ্যার গবেষক পল অলিভারই শুঁড় আকৃতির নাকবিশিষ্ট এই ব্যাঙটিকে সর্বপ্রথম খেয়াল করেন। তিনি আরও ধারণা করেন যে, এগুলো গেছো ব্যাঙ। যখন পুরুষ ব্যাঙটি ডাকে তখন এর শুঁড় আকৃতির নাকটি ওপরের দিকে খাড়া করে নেয়, কিন্তু অন্য সময় নাকটা ঝোলানো থাকে। ব্যাঙটির এ ধরনের কাজের সঠিক ব্যাখ্যা এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী দিতে পারেননি।Related Posts
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment