লেসুলা
কিছু বিজ্ঞানী বলছেন, কঙ্গোর গভীর জঙ্গলে তারা বানরের একটি নতুন প্রজাতি আবিষ্কার করেছেন। স্থানীয় শিকারিদের কাছে প্রজাতিটি পরিচিত হলেও বাইরের পৃথিবীতে এটা সম্পূর্ণ অপরিচিত। একটি জার্নালে বিজ্ঞানীরা এই নতুন প্রজাতির বৈশিষ্ট্যগুলো তুলে ধরেন এবং এর নাম দেন সারকোপিথেকাস লোমামিয়েনসিস। মধ্য কঙ্গোর লোমামি বনের অববাহিকায় বসবাসরত এসব প্রাণী স্থানীয় বাসিন্দাদের কাছে লেসুলা নামে পরিচিত। বিজ্ঞানীদের মতে, বিগত আটাশ বছরের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো বানরের প্রজাতি উদ্ভাবন।লেসুলার মুখের অনেকটা অংশ লোমহীন। এদের নাক বেশ লম্বা। মাথা ও মুখের পাশে উজ্জ্বল লোম রয়েছে। জিন বিশ্লেষণ করে বিজ্ঞানীরা বলেন, বানরগুলো জুয়েনন গোষ্ঠীর।
কঙ্গোর মধ্যাঞ্চলের সাড়ে ছয় হাজার বর্গকিলোমিটারের মধ্যে লেসুলার বিচরণ। একদল আদিবাসী এই বানর শিকার করে খায়। এ জন্য হুমকির মুখে রয়েছে লেসুলার অস্তিত্ব।
Subscribe to:
Post Comments
(
Atom
)
What makes a casino game interesting? - Dr. Dr. Cardin
ReplyDeleteA casino game is 동두천 출장안마 a gambling game which is 창원 출장샵 played 울산광역 출장마사지 by individuals who participate in betting. 문경 출장안마 The games themselves can only be found in games like 군산 출장안마