Animals Life in Bengali Description

কিপুনজি

No comments
নতুন ধরনের এই বানরটি ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটির জীববিজ্ঞানী টিম ড্যাভেনপোর্ট ২০০৩ সালে আবিষ্কার করেন।
তিনি তানজানিয়ার রুঙ্গী পর্বতে কাজ করার সময় স্থানীয় লোকেরা যেসব পশু স্বীকার করত এবং সেসব পশু সম্পর্কে তারা জানত তার খোঁজ নেন।
কিছু লোক কিপুনজি নামে একটি নতুন ধরনের বড় বানরের কথা জানায়। সর্বশেষ গণনায় দেখা যায় ১১১৭টি কিপুনজি আছে। তাই কিপুনজি বিপন্ন হওয়ার মুখে।

No comments :

Post a Comment