গুইসাপ
বাংলাদেশে তিন প্রজাতির গুইসাপ দেখা যায়। এগুলো হলো সোনা গুই, কালো গুই ও রামগাদি বা বড় গুই। এদের প্রতিটিই বিপন্ন। কালো গুইসাপ দেশের সর্বত্র দেখা যায়। সোনা গুই পাহাড়ি এলাকায় আর রামগাদির প্রধান আবাস হলো মিঠাপানি ও লোনাপানির সঙ্গম এলাকা, নদীর মোহনা, সুন্দরবন, সেন্ট মার্টিন দ্বীপ থেকে শুরু করে সমগ্র উপকূলীয় অঞ্চল। বসতি সংকোচন ও চামড়ার জন্য ব্যাপক নিধনের কারণে আজ এরা বিপন্নপ্রায়।বড় গুই বা রামগাদি দেখতে গাঢ় বাদামি বা কালচে, তাতে হলুদ রঙের রিং বিদ্যমান। পা ও নখ লম্বাটে। লেজ চ্যাপ্টা ও শিরযুক্ত। এরা দ্রুত গাছে উঠতে পারে। সাঁতরে খাল-বিল-পুকুর সহজেই পাড়ি দিতে পারে। এদের প্রধান খাদ্য কাঁকড়া, শামুক, ইঁদুর, হাঁস-মুরগির ডিম, পচা-গলা প্রাণীদেহ ও উচ্ছিষ্ট।
*এরা সাধারণত ৭০০ বছর বাচতে পারে।
*পানি পান করে না।
*৪০ দিনে ১ ফোটা পেশাব করে।
* তাদের দাত পড়ে না।কারণ, তাদের দাতের থাকে শুধুমাত্র একটি অংশ।
* তারা নিজেদের বিষ্ঠা খেয়ে থাকে।
*জবেহের পরে অনেক রক্ত ক্ষরণ হয়।
*তাকে আগুনে পোড়ানো বা জবাই করা হলেও এক রাত্র পরিমাণ সময় বেচে থাকতে পারে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment