ড্রাগন টিকটিকি
সুস্বাদু মাংসবিশিষ্ট উজ্জ্বল বর্ণের এ টিকটিকি ৬ ফুটেরও বেশি লম্বা হয়। তবে ওজনে মাত্র ১০ কেজি। এরা গাছে থাকে। তাই এরা কমোডো ড্রাগনের মতো প্রচুর পরিমাণ তাজা মাংস খেতে পারে না। এরা ফলমূল খায়। বিশ্বে ফলমূল খাওয়া টিকটিকির মধ্যে এগুলো তৃতীয় প্রজাতির। সুস্বাদু মাংসের জন্য এ প্রজাতির টিকটিকি শিকার করা হয়। মেরুদণ্ডী প্রাণীর এমন একটি বড় প্রজাতি আবিষ্কার খুবই বিরল। নতুন এ টিকটিকি ভেরানাস প্রজাতির। এরা খুব চঞ্চল এবং মানুষের কাছ থেকে লুকিয়ে থাকতে পারে। বিজ্ঞানীদের চোখে এটি এতদিন ধরা না পড়ার কারণ সম্ভবত বলতে পারবেন এ টিকটিকি যারা প্রথম শিকার করেছেন তারা। জীব বিজ্ঞানীরা ২০০১ সালে প্রথম এ টিকটিকির ছবি দেখেন। কিন্তু বৈজ্ঞানিকভাবে এটি এর আগে কখনও চিহ্নিত করা যায়নি। ২০০১ সালের পরের কয়েক বছরে বিজ্ঞানীরা বড় জাতের দুই ধরনের টিকটিকির গল্প শুনেছেন। সুস্বাদু মাংসের জন্য মাটিতে থাকা টিকটিকির চেয়ে গাছে থাকা এ টিকটিকি খেতে সবারই পছন্দ। আর এ টিকটিকিগুলো খুব বড় এবং উজ্জ্বল বর্ণের বলেই শুনতে পেতেন বিজ্ঞানীরা।ফিলিপাইনে লুজন দ্বীপের গাছে বাস করে এরা।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment