ব্ল্যাক বেঙ্গল ছাগল
ব্ল্যাক বেঙ্গল ছাগল (Black Bengal Goat)বাংলাদেশের এক প্রজাতির ছাগল। এই প্রজাতির ছাগল তার উন্নত মানের চামড়ার জন্য বিখ্যাত।এই ছাগলের(Bengal Black Goat) দেহের বর্ণ মূলত কালো। তবে বাদামী, ধুসর ও সাদা রঙের ছাগলও দেখতে পাওয়া যায়। ব্লাক বেঙ্গলের পশম খাটো ও নরম। এদের পিঠ সমতল, পা খাটো। কানের আকার ১১-১৪ সেমি এবং সামনের দিকে সুচালো। মর্দা ও মাদী উভয় ছাগলেরই শিং দেখা যায়। শিং মোটামুটি ৫.৮ থেকে ১১.৫ সেমি লম্বা হতে পারে। শিং সোজা বা বাকানো দুরকমই হতে পারে। দুই লিঙ্গের ছাগলেই দাঁড়ি দেখা যায়। পূর্ণবয়স্ক ছাগলের উচ্চতা ৫০ সেমি হয়ে থাকে। মর্দা ছাগলের ওজন ১৬-১৬ কেজি ও মাদী ছাগলের ওজন ১২-১৪ কেজি হয়ে থাকে।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment