Animals Life in Bengali Description

বনছাগল

No comments

বনছাগল(Mainland Serow) দেখতে ছাগলের মত। তবে সাইজে রামছাগলের চেয়েও একটু বড়। গায়ের রং লালচে বাদামী বা পিংগলাভ। ঘাড়ের উপরের পশমগুলি কাল এবং লম্বাটে। শিং ৯ থেকে ১০ ইঞ্চি লম্বা এবং পেছন দিকে বাঁকানো থাকে। কানগুলি রামছাগলের মত বড় হলেও শক্ত এবং খাড়া বা সামান্য কাত হয়ে থাকে, নেতিয়ে থাকে না। লেজটি ছাগলের লেজের মত ছোট। হাটু থেকে পায়ের খুর পর্যন্ত কিছুটা সাদার ছোপ রয়েছে। খুরের রং কাল। male এবং female উভয়ের কাল শিং থাকে।

বনছাগল(Capricornis sumatraensis) অদ্ভুতভাবে পা দু'টি ফাঁক করে মাথা নুইয়ে দাঁড়াবে। ভাবখানা দেখলে মনে হবে যে এখনই তেড়ে আসবে। সামান্য ভয় পেলেও ঐভাবে দাড়াবে। মাঝে মাঝে সামনের দু'পা তুলে জোরে তা ছুঁড়ে মারবে মাটিতে এবং নাক ও গলায় কিছুটা হুইসেলের মত শব্দ তুলে পালিয়ে যাবে। কখনো আক্রমণও করে বসে। বনছাগল বনের ধারের বা পাহাড়ের ঢালে একাকী ঘুরে বেড়ায় ও খাবার সংগ্রহ করে। পাহাড়ের খাড়া ঢালে বা সমতলভূমিতে ওরা একইভাবে দ্রুতগতিতে চলতে পারে। বছরে একবার সাধারনত মে-জুন মাসে একটি বাচ্চা প্রসব করে। গর্ভধারণকাল ৮ মাস। পাহাড়ের গুহায় ঘন ঘাসবনে বা পাথরের ফাঁকে ফাঁকে নিজে লুকায় ও বাচ্চাকে লুকিয়ে রাখে। রামকুত্তা দলবদ্ধভাবে ঘেরাও করে বনছাগলকে খেয়ে ফেলে। বর্তমানে মানুষ হচ্ছে বনছাগলের সবচেয়ে বড় শত্রু। বনছাগল আমাদের দেশে বিলুপ্তির প্রহর গুনছে। জামালপুরের ঝিনাইগাতি এবং পার্বত্য চট্টগ্রামের কাপ্তাই বনাঞ্চলে মাত্র ৫০/৬০টির মত বনছাগল এখনো বেঁচে আছে।

No comments :

Post a Comment