Animals Life in Bengali Description

লালচোখো গেছো ব্যাঙ

No comments
লালচোখো গেছো ব্যাঙ আকারে তেমন বড় নয় তবে অন্য সব গেছো ব্যাঙের চেয়ে বড়। গড় দৈর্ঘ্য দুই থেকে তিন ইঞ্চি। পুরুষ-ব্যাঙের চেয়ে স্ত্রী-ব্যাঙ সামান্য বড় হয়ে থাকে। আমেরিকার মধ্যাঞ্চল ও মেক্সিকোর দক্ষিণাঞ্চলের বৃষ্টি-অরণ্যের গাছগুলোতে এরা বাস করে। লাল এক জোড়া ড্যাবডেবে চোখ ও সবুজ গা ওদের দিয়েছে সুন্দর রূপ। শরীরে নীল, হালকা হলুদ ও কমলা রঙের ছোপও আছে। রঙিন ব্যাঙেরা সাধারণত বিষাক্ত হয়ে থাকে; কিন্তু লালচোখোরা বিষাক্ত নয়।

সবুজ রং ওদের গাছের সবুজ পাতার আড়ালে গা ঢাকা দিতে কাজে লাগে। এতে একদিকে যেমন সাপ ও শিকারি পাখির মতো শত্রুদের ধোঁকা দেওয়া যায়, তেমনি আবার ছোটখাটো পোকামাকড় শিকারেও এ ছদ্মবেশ কাজে দেয়। গেছো ব্যাঙ বলেই গাছ বাওয়া বা যেকোনো উঁচু জায়গায় উঠতে ওরা খুব পারদর্শী। এ জন্য এদের পাগুলো বিশেষভাবে গঠিত।
লালচোখো গেছো ব্যাঙ নিশাচর। দিনের বেলা এরা পাতার আড়ালে গা ঢাকা দিয়ে থাকে; রাতে খাবার খুঁজতে বের হয়। ডিম পাড়ার সময় হলে স্ত্রী-গেছো ব্যাঙ পাতার ওপর একগাদা ডিম পাড়ে, তবে গাছের ডালসহ পাতাটি ঝুলে থাকতে হবে কোনো পুকুর বা জলাশয়ের ওপর। ডিমের ভেতর ব্যাঙাচি বড় হতে হতে একসময় মোচড় খেতে শুরু করে। এতে ডিমের নরম আবরণ ছিঁড়ে ওরা পানিতে গিয়ে পড়ে। পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত না হওয়া পর্যন্ত ব্যাঙাচিগুলো ওই পানিতেই থাকে।

No comments :

Post a Comment