ব্যাঙ
ব্যাঙ উভচর শ্রেণীর অ্যানিউরা (লেজহীন, অ্যান=নাই, ইউরো=লেজ) বর্গের মেরুদণ্ডী প্রাণী। প্রাণীজগতে আস্ফিবিয়া শ্রেণীর অন্তর্গত মেরুদণ্ডী প্রাণীদের কিছু প্রাণীকে উভচর আখ্যা দেওয়া হয়। প্রথমদিকে পানি তারপর হুলই এসব প্রাণীর আবাস হওয়ায় এদের উভচর বলা হয়। জলে ফুলকার সাহায্যে আর স্থলে ফুসফুসের সাহায্যে এরা শ্বাসকার্য চালায়। উভচর প্রাণীর মধ্যে ব্যাঙ হলো শ্রেষ্ঠ উদাহরণ। এদের লাফ (দেহের আয়তনের তুলনায় বিশ্বরেকর্ড) ও বর্ষাকালে (প্রজনন ঋতু) ঘ্যাঙর্ ঘ্যাঙ্ ডাক (প্রণয় সম্ভাষণ) বিখ্যাত।ব্যাঙের সংস্কৃত নাম দর্দুর যা থেকে বাংলা নাম দাদুর বা দাদুরী এসেছে। আরেক নাম ভেক।অস্ট্রেলিয়ার গাছে বাসকারী সবুজ ব্যাঙ (Litoria caerulea লিতোরিয়া ক্যারুলেয়া) প্রথম সংরক্ষিত ভুক্তি রাসায়নিক বিক্রিয়ায় নীল হয়ে যাওয়ায় নাম ভুল করে হয় "ক্যারুলেয়া" অর্থাৎ নীল।
এছাড়াও আছে আছে সোনা ব্যাঙ, কোণা ব্যাঙ, ভেঁপু ব্যাঙ, পটকা ব্যাঙ, কটকটি ব্যাঙ, পানা ব্যাঙ, ঘেচু ব্যাঙ, পাতা ব্যাঙ, ঝিঁঝিঁ ব্যাঙ, চীনা ব্যাঙ, ঘেটু ব্যাঙ এবং আরো অনেক রকম ব্যাঙ। এদের কারো শরীর লম্বাটে, কেউ খাটো, কেউ ছোট্ট, কেউ মোটা, কেউ বিশাল দেহী, কারো পেট বেলুনের মত ফুলা। ব্যাঙচিগুলো লেজওয়ালা।
তবে সময় যত গড়াচ্ছে দেশের ব্যাঙের সংখ্যা তত কমছে। প্রাণিবিজ্ঞানীরা জানিয়েছেন, মোট ৩৮ প্রজাতির ব্যাঙ এখন টিকে আছে তার মধ্যে চট্টগ্রামে ২৫ প্রজাতির, সুন্দরবনে আট প্রজাতির ও বাকিগুলো আছে দেশের সর্বত্র। ডোবা-নালার ক্ষুদ্রাকৃতির কীট-পতঙ্গ, ফসলের ক্ষেতের ক্ষতিকারক পোকা-মাকড় খেয়ে ব্যাঙ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। জমিতে কীটনাশকের ব্যবহার ক্রমাগত বাড়তে থাকায় অতিপরিচিত সোনা ব্যাঙের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে আসছে বলে জানিয়েছেন প্রাণিবিদেরা।সম্প্রতি বিজ্ঞানীরা জেনেছেন, প্রকৃতির এই নিরীহ প্রাণীটি ভূমিকম্প ও পাহাড় ধসের পূর্বাভাস দিতে পারে। বাঁচাতে পারে লাখো মানুষের জীবন। যুক্তরাজ্যের ওপেন ইউনিভার্সিটির প্রাণিবিদ্যার অধ্যাপক রাসেল গ্রান্ট সম্প্রতি এক গবেষণায় দেখেছেন, কুনোব্যাঙ ভূমিকম্পের বিষয়টি আগেভাগে জানতে পারে।
শীতল রক্তবিশিষ্ট হওয়ায় কুনোব্যাঙের বাইরের তাপমাত্রার সঙ্গে সঙ্গে এদের দেহের তাপমাত্রার পরিবর্তন ঘটে। মাটি ও পানির যেকোনো পরিবর্তন ওরা আগেভাগে টের পায়। বিশেষ করে তীব্র বৃষ্টিপাত হলে ব্যাঙ জোরে শব্দ করে মানুষকে সচেতন করতে পারে। দেশের পার্বত্য জেলাগুলোতে ব্যাঙের ডাককে অনুসরণ করে ভূমি ধসের পূর্বাভাস দেওয়া সম্ভব বলে তিনি মত দেন। তাই ব্যাঙ রক্ষার সরকারের জোরদার পদক্ষেপ দরকার।
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment