Animals Life in Bengali Description

অঞ্জন

No comments
অঞ্জন যার ইংরেজী নাম Common Skink। লিজার্ড প্রজাতির এই প্রাণীটি বাংলাদেশের সব অঞ্চলেই আছে। মসৃণ চকচকে এদের শরীর। ১২.৫ সেমি পর্যন্ত হয। স্বভাবে এরা খুব নিরীহ। অঞ্জন মানুষের কোন ক্ষতি করেনা বরং ছোট পোকামাকড় খেয়ে পরিবেশ ও কৃষির উপকার করছে প্রতিনিয়ত।
এরা কাঠ ইটপাথরের স্কুপের ফাঁকফোকরে থাকে। ঘাস বুনটের মাঝেও এদের থাকতে দেখা যায়।

লেখা ও ছবি- ঋজু আজম

No comments :

Post a Comment